ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট, টেকনাফ (কক্সবাজার)

বুধবার, ১২ জুলাই ২০১৭ , ০২:১৪ পিএম


loading/img

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিজ্ঞাপন

জব্দ করা ইয়াবার আনুমানিক মুল্য ৫ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৮০০ টাকা।

আটক ব্যক্তি মিয়ানমারের আকিয়াব জেলার মুংডু থানার সুদারপাড়া গ্রামের সুলতানের ছেলে রফিক (৩৫)। 

বিজ্ঞাপন

বুধবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএম আরিফুল ইসলামের নেতৃত্বে টেকনাফ ইউনিয়নের আলুগোল্লা স্লুইস গেট এলাকায় অভিযান চালানো হয়। 

এসময় বিজিবি সদস্যরা নাফ নদীর নিকটবর্তী কেওড়া বাগান থেকে ওই যুবকসহ ১ লাখ ৯৮ হাজার ৯শ' ৬টি ইয়াবা উদ্ধার করেন। 

২ বিজিবির অধিনায়ক এসএম আরিফুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আনুমানিক ৫ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৮০০ টাকা মূল্যমানের নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখা এবং অবৈধভাবে মিয়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ওই ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় ২টি মামলা করা হয়েছে। 

বিজ্ঞাপন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |